অবস্থান ভেক্টর কাকে বলে? । অবস্থান ভেক্টর কি । অবস্থান ভেক্টরের সংজ্ঞা কি
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা! আশা করি মহান আল্লাহ তা'লার অশেষ মেহেরবাণীতে আপনারা সবাই ভালো আছেন । আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অবস্থান ভেক্টর কাকে বলে তা নিয়ে।
আপনারা অনেকেই গুগলে সার্চ করে যাচ্ছেন অবস্থান ভেক্টর কাকে বলে তা নিয়ে, কিন্তু মনের মতো সঠিক উত্তর খোজে পাচ্ছেন না । তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম অবস্থান ভেক্টর কাকে বলে তা নিয়ে । চলুন দেরি না করে শুরু করা যাক ।
অবস্থান ভেক্টর কাকে বলে
অবস্থান ভেক্টর হলোঃ- প্রসঙ্গ কাঠামোর মুল বিন্দুর সাপেক্ষে যে ভেক্টর দিয়ে কোনো বিন্দুর অবস্থান নির্দেশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে।
অবস্থান ভেক্টর কি
অবস্থা ভেক্টরঃ- প্রতি মুহূর্তে যে স্থানে অবস্থান করছিল সেখানে একটি ভেক্টর সক্রিয় ছিল। সেই মুহুর্তে সেই স্থানের ভেক্টরকে অবস্থান ভেক্টর বলা হয়। তাই AB রেখা বরাবর A হইতে B এর দিকে একটি ভেক্টর P কাজ করলে, B বিন্দুতে P এর মানকে অবস্থান ভেক্টর বলে।
অবস্থান ভেক্টর কাকে বলেঃ শেষ কথাঃ
আশা করি অবস্থান ভেক্টর কাকে বলে তা জানতে পেরেছেন । আজকের এই আর্টিকেল্টি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যি আপনার পরিচিত বন্ধুদের সাথে শেয়ার করবে । এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ।
শিক্ষামূলক ব্লগ বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url