বই পড়ার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে Educationalblogbd.Com এ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । আশা করি মহান আল্লাহ তা'লার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো । আজকের আলোচনার বিষয় হলো বই পড়ার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর । তোমরা যদি এই সংলাপটি মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে আজকের এই পোস্টি মনযোগ সহকারে সবাই পড় । চলো শুরু করা যাক আজকের বিষয় বই পড়ার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর কর রচনা কর ।
বই পড়ার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর
কালাম : শুভ সকাল ।
জালাল : শুভ সকাল ।
কালাম : কেমন আছিস দোসস্ত? : ভালো। তুই কেমন আছিস?
কালাম : ভালো আছি। আচ্ছা দোস্ত 'পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই।' কথাটার মানে বুঝিস?
জালাল : বুঝব না কেন? বই পড়ে পড়েই মানুষ জ্ঞানের আলোয় আলোকিত হয়।
কালাম : আসলেই তাই বই না পড়লে মানুষের দৃষ্টি খোলে না, মনের চোখ ফোটে না।
জালাল: মনের চোখ না ফুটলে, মনের দরোজা না খুললে তো সবই অন্ধকার ।
কালাম : বই পড়েই মানুষ তার হৃদয়কে আলোকিত করতে পারে। দূর করতে পারে সব সংকীর্ণতা ।
জালাল: আর সংকীর্ণতামুক্ত আলোকিত মানুষই পৃথিবীর বুকে প্রশংসতি হয়।
কালাম: জ্ঞানচর্চার মধ্য দিয়ে মানুষের সম্মান ও মর্যাদা বাড়ে।
জালাল: আমার মনে হয় বই পড়ে মানুষ খুঁজে পায় মুক্তির পথ, কল্যাণের পথ।
কালাম : দেশপ্রেম, মানবপ্রেম এবং স্রষ্টার প্রতি ভালোবাসা জন্মে বই পড়ার মধ্য দিয়ে।
জালাল : বই পড়েই আমরা জানতে পারি আধুনিক বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পর্কে, যা আমাদের জীবনের জন্য অত্যন্ত জরুরি।
কালাম : শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে আরও অনেক বিষয়ে আমাদের পড়া উচিত।
জালাল : জানার জন্য বিষয় বৈচিত্র্যের অভাব নেই। বই পড়ার মাধ্যমে আমরা নিজেদের সমৃদ্ধ করতে পারি ।
কালাম : সাহিত্য-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য, ধর্ম ও নৈতিকতা সব বিষয়েই বই রয়েছে।
জালাল : বই পড়ার ব্যাপারে সবাইকে আগ্রহী করে তোলার জন্য কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত ।
কালাম : হ্যাঁ, এক্ষেত্রে সরকার এবং বেসরকারি সামাজিক সংগঠন গণসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করতে পারে
জালাল : পত্র-পত্রিকা ও বিভিন্ন মিডিয়াও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
কালাম: আসলে আমাদের সবাইকেই সচেতন হতে হবে বই পড়ার ক্ষেত্রে ।
জালাল: আমরা সবাই সচেতন হলে একদিকে যেমন বই পড়ে আনন্দ পাব অন্যদিকে তেমনই জাতি হিসেবে আমরা হতে পারব মর্যাদাবান । কামাল চল, সবাইকে উদ্বুদ্ধ করার জন্য কাজে নেমে পড়ি ।
শিক্ষামূলক ব্লগ বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url