বাংলা ২য় পত্র অনুচ্ছেদ "কুটিরশিল্প" । কুটিরশিল্প অনুচ্ছেদ for class 6,7,8,9,SSC and HSC

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে মহান আল্লাহ তা'লার অশেষ মেহেরবানীতে ভালো আছো । আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো কুটিরশিল্প অনুচ্ছেদ  রচনা । আজকের এই পড়াটি যদি তুমি ভালো করে গুছিয়ে শিখতে চাও তাহলে তোমাকে অবশ্যি কুটিরশিল্প অনুচ্ছেদ  রচনাটি খুব মনযোগ সহকারে সম্পূর্ণ পড়তে হবে । তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাকঃ- 

বাংলা ২য় পত্র অনুচ্ছেদ "কুটিরশিল্প" । কুটিরশিল্প অনুচ্ছেদ for class 6,7,8,9,SSC and HSC


কুটিরশিল্প অনুচ্ছেদ রচনা 

কুটিরশিল্প অনুচ্ছেদ

দেশে আত্ম-কর্মসংস্থানে কুটিরশিল্প খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি বাংলাদেশে তৃণমূল পর্যায়ে আত্ম-কর্মসংস্থানের দুয়ার খুলে দেয় । দেশের আর্থিক উন্নয়নের জন্য কুটিরশিল্পের প্রতি নজর দেওয়া উচিত। কুটিরশিল্প স্থাপনের জন্য বড় ধরনের পুঁজি কিংবা দামি যন্ত্রপাতির প্রয়োজন হয় না। মোগল আমলের ঢাকার মসলিন এদেশের মানুষের কাছে কুটিরশিল্পের সবচেয়ে বড় অবদান । অতীতে বাংলাদেশের অনেক মানুষই কুটিরশিল্পের সঙ্গে জড়িত ছিল। কিন্তু বর্তমানে সেই রমরমা কুটিরশিল্পের অবস্থা দিন দিন অবনতি হচ্ছে। এখনও কামার, কুমার, তাঁতি, তাম্রকার, স্বর্ণকার, শঙ্খ ব্যবসায়ী ইত্যাদি আরও অনেকে কুটিরশিল্পের সঙ্গে যুক্ত। তথাপি বাংলাদেশে বিরাজমান কুটির শিল্পগুলো তরুণদের কর্মসংস্থানের সমস্যা কিছুটা হলেও প্রশমিত করছে। অধিক জনসংখ্যা ভারাক্রান্ত বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে কুটিরশিল্পের প্রয়োজনীয়তার দিকে জোর দিতে হবে। কুটিরশিল্প আমাদের ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। এই শিল্পের সঙ্গে আমাদের জাতীয় উন্নতি ও অবনতি জড়িত। কুটিরশিল্প গ্রামীণ অর্থনীতির প্রাণ । কুটিরশিল্পের মাধ্যমে বেকার সমস্যা প্রশমন ও দারিদ্র্য হ্রাস করা সম্ভব। এই ব্যাপারটি চিন্তা করে কুটিরশিল্পের পুনরুত্থান ও বিস্তৃতি এখন বড়ই প্রয়োজন ।

আর্টিকেলের শেষ কথাঃ   কুটিরশিল্প অনুচ্ছেদ রচনা 

আশা করি আজকের এই কুটিরশিল্প অনুচ্ছেদ রচনার বিষয়ে তুমি ভালো ধারনা পেয়েছো । এই আর্টিকেলটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি তোমার ফেইসবুক ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেনা । এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ । 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

শিক্ষামূলক ব্লগ বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url