বাংলা ২য় পত্র অনুচ্ছেদ "দেশপ্রেম" । দেশপ্রেম অনুচ্ছেদ for class 6,7,8,9,SSC and HSC

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে মহান আল্লাহ তা'লার অশেষ মেহেরবানীতে ভালো আছো । আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো দেশপ্রেম অনুচ্ছেদ  রচনা । আজকের এই পড়াটি যদি তুমি ভালো করে গুছিয়ে শিখতে চাও তাহলে তোমাকে অবশ্যি দেশপ্রেম অনুচ্ছেদ  রচনাটি খুব মনযোগ সহকারে সম্পূর্ণ পড়তে হবে । তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাকঃ- 

বাংলা ২য় পত্র অনুচ্ছেদ দেশপ্রেম । দেশপ্রেম অনুচ্ছেদ for class 6,7,8,9,SSC and HSC


দেশপ্রেম অনুচ্ছেদ রচনা 

দেশপ্রেম অনুচ্ছেদ  অনুচ্ছেদ

দেশের প্রতি নিঃস্বার্থ ভালোবাসাই হলো দেশপ্রেম। দেশের প্রতি আজন্ম আকর্ষণ থেকেই দেশপ্রেমের উৎপত্তি। দেশপ্রেম না থাকলে কখনো দেশের উন্নতি সাধন সম্ভব নয়। প্রত্যেকটি মানুষের মাঝে দেশপ্রেম থাকা উচিত। তাই আমাদের জাতীয় জীবনে দেশপ্রেমের চেতনাকে জাগিয়ে তুলতে হবে। তবেই আমাদের দেশ উন্নতি লাভ করতে পারবে। স্বদেশপ্রেম হলো জননীর প্রতি ভালোবাসার শামিল। বর্তমানে আমাদের দেশে প্রকৃত দেশপ্রেমিক দরকার; তবেই দেশ প্রকৃত উন্নতি লাভ করবে। দেশপ্রেম কেবল দেশের প্রতি ভালোবাসাই প্রকাশ করে না, দেশের মানুষকেও ভালোবাসতে শেখায়। আর মানুষকে ভালোবাসলে সৃষ্টিকর্তার ভালোবাসা পাওয়া যাবে। সর্বোপরি দেশপ্রেম হলো বিশ্বপ্রেমের নামান্তর, যা বর্তমান বিশ্বে খুবই প্রয়োজন । দেশের প্রত্যেক মানুষের ভেতরে দেশপ্রেমের গুণটি থাকা অত্যাবশ্যক । দেশপ্রেমিক না হলে খাঁটি নাগরিক হওয়া যায় না। পৃথিবীতে যুগে যুগে যেসব দেশপ্রেমিক মহামানব জন্ম লাভ করেছেন, তাঁরা নিজেদের মেধা, কর্ম দিয়ে পৃথিবীকে সুন্দর করে সাজিয়েছেন। তাঁদের হাতেই সৃষ্টি হয়েছে আধুনিক সভ্যতা, সমাজ ও রাষ্ট্র । তাঁদের দেশপ্রেম বিশ্বপ্রেমে রূপ নিয়েছে।

আর্টিকেলের শেষ কথাঃ   দেশপ্রেম অনুচ্ছেদ রচনা 

আশা করি আজকের এই দেশপ্রেম অনুচ্ছেদ রচনার বিষয়ে তুমি ভালো ধারনা পেয়েছো । এই আর্টিকেলটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি তোমার ফেইসবুক ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেনা । এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ । 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url