একটি সূর্যাস্তের দৃশ্য অনুচ্ছেদ রচনা

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে মহান আল্লাহ তা'লার অশেষ মেহেরবানীতে ভালো আছো । আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো একটি সূর্যাস্তের দৃশ্য অনুচ্ছেদ রচনা । আজকের এই পড়াটি যদি তুমি ভালো করে গুছিয়ে শিখতে চাও তাহলে তোমাকে অবশ্যি একটি সূর্যাস্তের দৃশ্য অনুচ্ছেদ রচনাটি খুব মনযোগ সহকারে সম্পূর্ণ পড়তে হবে । তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাকঃ- 

একটি সূর্যাস্তের দৃশ্য অনুচ্ছেদ রচনা


একটি সূর্যাস্তের দৃশ্য অনুচ্ছেদ রচনা 

একটি সূর্যাস্তের দৃশ্য অনুচ্ছেদ

সূর্যাস্তের দৃশ্য সর্বদা আকর্ষণীয় । একজন প্রকৃতিপ্রেমী কবির দৃষ্টিতে সূর্যাস্তের বর্ণনা প্রকৃতপক্ষেই হৃৎস্পন্দময়। মাঠ পেরিয়ে, বন- বনানীর, পাহাড়ের ওপর প্রতিফলিত সূর্যাস্তের রং ও রূপ প্রকৃতিকে অপরূপ সাজে সাজিয়ে তোলে। সূর্য যত পশ্চিমে যায় তত বেশি বড় ও লাল হয়। পশ্চিম দিগন্তে এসে সূর্য ধূসর লাল বর্ণ ধারণ করে। তখন সূর্যের অতি লাল রশ্মির মৃদু কম্পনে বৃক্ষশাখা, পাহাড়চূড়া, ঘরের চালা, সাগর-সৈকত এবং হৃদয় স্পর্শ করে। সমগ্র প্রকৃতি স্বর্গীয় লালচে পোশাক পরিধান করে এবং সমুদ্র-সৈকতে, নদী ও সাগর বুকে মিষ্টি রোদ লুকোচুরি খেলে । কিন্তু যখন আকাশ বিক্ষিপ্ত মেঘে ঢাকা থাকে, তখন বিভিন্ন রঙের জাদু খেলা দেখতে পাওয়া যায়। তখন নীড়মুখী পাখিদের ওড়ার দৃশ্য সেই সৌন্দর্য ও আবেগের সঙ্গে ভিন্নমাত্রা যোগ করে। এরকম সূর্যোদয়ের দৃশ্য কবিহৃদয়কে করে উদাসীন। অস্তগামী সূর্যের বর্ণিল জাদুতে নির্লিপ্ত মানুষের হৃদয়ও অনেক সময় আবেগাপ্লুত হয়ে পড়ে। প্রকৃতপক্ষে সূর্যাস্ত সন্ধ্যালোকে মিলিত হয়ে প্রকৃতিপ্রেমী মানুষের কাছে হয়ে ওঠে চিরন্তন আবেগময় ।

আর্টিকেলের শেষ কথাঃ   একটি সূর্যাস্তের দৃশ্য অনুচ্ছেদ রচনা 

আশা করি আজকের এই একটি সূর্যাস্তের দৃশ্য অনুচ্ছেদ রচনার বিষয়ে তুমি ভালো ধারনা পেয়েছো । এই আর্টিকেলটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি তোমার ফেইসবুক ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেনা । এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ । 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

শিক্ষামূলক ব্লগ বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url