নাল ভেক্টর কাকে বলে? । নাল ভেক্টরের সুনির্দিষ্ট দিক নেই কেন?
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি মহান আল্লাহ তা'লার অশেষ মেহেরবাণিতে আপনারা সবাই ভালো আছেন । আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো নাল ভেক্টর কাকে বলে? নাল ভেক্টর কি তা নিয়ে ।
আপনারা অনেকেই গুগলে খোঁজাখুজি করছেন নাল ভেক্টর কি কিন্তু ভালো উত্তর পাচ্ছেন না । তাই আজ আমি আপনাদের জন্য নাল ভেক্টর কি তার উত্তর নিয়ে । চলুন শুরু করা যাক নাল ভেক্টর কি তার উত্তর প্রশঙ্গে ।
নাল ভেক্টর কাকে বলে
নাল ভেক্টর হলোঃ- যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বলে ।
নাল ভেক্টর বা শূন্য ভেক্টর এমন একটি ভেক্টর যার নির্দিষ্ট দিক বা ধারক নেই। অর্থাৎ যে ভেক্টরের মান শূন্য এবং যার দিক নির্ণয় করা যায় না, তাকে শূন্য ভেক্টর বলে। এক্ষেত্রে ভেক্টরের প্রারম্ভবিন্দু ও প্রান্তঃবিন্দু একটিমাত্র বিন্দু হয়। যেমন : AA, BB শূন্য ভেক্টর। শূন্য ভেক্টরকে 0 দ্বারা সূচিত করা হয়।
নাল ভেক্টরের সুনির্দিষ্ট দিক নেই কেন?
নাল ভেক্টর হলো শূন্য ভেক্টর। এর মান শূন্য বলে এর কোনো সুনির্দিষ্ট দিক নির্ণয় করা সম্ভব নয়। তাই এর দিক যেকোনো দিকেই বিবেচনা করা যেতে পারে।
নাল ভেক্টর কাকে বলেঃ শেষ কথাঃ
আশা করি নাল ভেক্টর কাকে বলে তার উত্তর জানতে পেরেছেন । আজকের এই পোস্টের মাধ্যমে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন । ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ।
শিক্ষামূলক ব্লগ বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url