উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ তৈরি কর
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে Educationalblogbd.Com এ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । আশা করি মহান আল্লাহ তা'লার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো । আজকের আলোচনার বিষয় হলো 'উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা কর । তোমরা যদি এই সংলাপটি মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে আজকের এই পোস্টি মনযোগ সহকারে সবাই পড় । চলো শুরু করা যাক আজকের বিষয় 'উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা কর রচনা কর ।
উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ তৈরি কর
[উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর দুই বন্ধু উচ্চশিক্ষা গ্রহণে কী করবে, তাই নিয়ে সংলাপ বিনিময় করছে]
অমিত : শুভ সকাল ।
অর্কিড : শুভ সকাল ।
অমিত : পরীক্ষা তো ভালোভাবেই শেষ হলো, ফলও ইনশাল্লাহ ভালো হবে, তারপর কী করবি? ।
অর্কিড : কোনো বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হব
অমিত : ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ না পেলে.....
অর্কিড : বুয়েটে পরীক্ষা দেব। বুয়েটে না হলে বিদেশে পড়তে যাব।
অমিত : তোর আব্বার তো অর্থ-সম্পদ আছে। এখানে না হলে বাইরে পাঠিয়ে দেবেন । আর বাইরে গিয়ে তুই খুব ভালো রেজাল্ট করতে পারবি। কিন্তু আমি? আমার বাবার তো তেমন সামর্থ্য নেই ।
অর্কিড : তুই এখানেই কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবি। আমি নিশ্চিত।
অমিত : তুই না পেলে আমি পাব কী করে?
অর্কিড : আরে আমার তো দেশের বাইরে পড়ার ইচ্ছা। আব্বা-আম্মাও ইচ্ছা বিদেশে গিয়ে উচ্চশিক্ষা অর্জন করি।
অমিত : বিদেশে গিয়ে কোন বিষয়ে পড়বি?
অর্কিড : মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ফিজিক্স। তোর পছন্দের বিষয় কী?
অমিত : আমার পছন্দ ফার্মেসি। পছন্দের বিষয় না পেলে যে বিষয়ে চান্স পাব সেটাতেই উচ্চশিক্ষা গ্রহণের চেষ্টা করব ।
অর্কিড : আমার বিশ্বাস তুই তোর পছন্দের বিষয়েই চান্স পাবি ।
অমিত : চল আজকে উঠি । এ বিষয়ে পরে আরও ভাবা যাবে ।
অর্কিড : হ্যাঁ, চল ।
শিক্ষামূলক ব্লগ বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url