সড়ক দুর্ঘটনা রোধ বা 'নিরাপদ সড়ক চাই' বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে Educationalblogbd.Com এ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । আশা করি মহান আল্লাহ তা'লার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো । আজকের আলোচনার বিষয় হলো সড়ক দুর্ঘটনা রোধ বা 'নিরাপদ সড়ক চাই' বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর । তোমরা যদি এই সংলাপটি মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে আজকের এই পোস্টি মনযোগ সহকারে সবাই পড় । চলো শুরু করা যাক আজকের বিষয় সড়ক দুর্ঘটনা রোধ বা 'নিরাপদ সড়ক চাই' বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর  । 

সড়ক দুর্ঘটনা রোধ বা 'নিরাপদ সড়ক চাই' বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর 


সুমন : শুভ সকাল।

সুজন : শুভ সকাল।

সুমন : কী রে বন্ধু কেমন আছিস? 

সুজন:  আছি ভালোই। তোর খবর কী, কেমন আছিস?

সুমন: আমি ভালো আছি । কিন্তু পত্রিকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সংবাদ পড়ে মনটা ভালো নেই । 

সুজন : আটজন নিহত! ভাবা যায়? প্রতিদিনই বাড়ছে এই দুর্ঘটনা ।

সুমন : হ্যাঁ, এক পরিসংখ্যানে দেখা গেছে দেশে প্রতিদিন গড়ে তিন জন করে বছরে এক হাজারের বেশি লোক সড়ক দুর্ঘটনায় মারা যায়, পঙ্গুত্ব বরণ করে বছরে ৫ থেকে ১০ হাজার লোক।

সুজন:  সড়ক দুর্ঘটনা কী যে হৃদয়বিদারক ও মর্মান্তিক তা কল্পনাও করা যায় না।

সুমন : ঠিকই বলেছিস। সেদিন নিজের চোখে দেখেছি এক ভয়াবহ দৃশ্য। আমি আর রাজু খাদে পড়া বাস থেকে একজনকে টেনে বের করলাম। দেখলাম লোকটার একটা হাত কেটে আলাদা হয়ে গেছে।
 
সুজন : এমন ভয়াবহ দৃশ্য প্রতিদিন কাউকে না কাউকে দেখতে হচ্ছে।

সুমন : সত্যিই তাই, দুর্ঘটনার ফকারণে আমরা প্রতিনিয়িত আত্মীয়স্বজন, মেধাবী মুখ, প্রিয় মানুষকে হারাচ্ছি। 
সুজন : সড়ক দুর্ঘটনায় অকালমৃত্যু বড় অস্বাভাবিক এবং খুবই বেদনাদায়ক। অথচ আমরা এ ব্যাপারে সচেতন নই, উদাসীন বলেই মনে হয় ।

সুমন : এই অস্বাভাবিক মৃত্যুর বিরুদ্ধে আমাদের গণপ্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন ।

সুজন : ‘নিরাপদ সড়ক চাই' আন্দোলন তো সেই পথেই এগিয়ে যাচ্ছে। তাদের সঙ্গে আমাদেরও এগিয়ে আসতে হবে।

সুমন : এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে স্কুল-কলেজের ছাত্র-শিক্ষকসহ সবাইকে সচেতন করে তুলতে হবে ।

সুজন : হ্যাঁ, তা ঠিক। তবে সড়ক দুর্ঘটনার মূল কারণ ড্রাইভারদের বেপরোয়া গাড়ি চালানো এবং ত্রুটিপূর্ণ যানবাহন চালানো অতিরিক্ত যাত্রী বহন । এসব অনিয়মের বিরুদ্ধে প্রশাসনকে আরও কঠোর হতে হবে।


সুমন : শুধু তাই নয়, দক্ষতাহীন অপ্রাপ্তবয়স্কদের লাইসেন্স প্রদানে, শ্রমিক দৌরাত্ম্য কমাতে এবং ট্রাফিক আইন পালনেও তাদের কার্যকর কঠোর পদক্ষেপ নিতে হবে।

সুজন : প্রশাসন ও জনগণের মিলিত শক্তিই 'নিরাপদ সড়ক চাই' আন্দোলন সফল করতে পারে।

সুমন : এ জন্য আমাদের সকলেরই উচিত নিজে সচেতন হওয়া এবং অন্যকেও সচেতন করা।

সুজন : এ ক্ষেত্রে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং মিডিয়া গণসচেতনতামূলক কর্মকাণ্ড, বিজ্ঞাপন, ডকুমেন্টারি ফিল্ম ইত্যাদি তৈরি করে প্রচারাভিযান চালাতে পারে।

সুমন: আমারও মনে হয় সবাই সচেতনভাবে এগিয়ে এলে সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব।

সুজন : তুই ঠিকই বলেছিস। চল সবাই মিলে সচেতনভাবে নিরাপদ সড়ক চাই' আন্দোলন সার্থক করে তুলি ।

আর্টিকেলের শেষ কথাঃ সড়ক দুর্ঘটনা রোধ বা 'নিরাপদ সড়ক চাই' বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

শিক্ষামূলক ব্লগ বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url