লঞ্চ ডুবির ঘটনা নিয়ে একটি দিনলিপি
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, Educationalblogbd.Com এ আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো লঞ্চ ডুবির ঘটনা নিয়ে একটি দিনলিপি । আপনারা যদি এই দিনলিপিটি আপনাদের মনের মধ্যে গুছিয়ে নিতে চান তাহলে আজকের লঞ্চ ডুবির ঘটনা নিয়ে একটি দিনলিপিটি আপনাদের জন্য । চলুন শুরু করা যাক আজকের লঞ্চ ডুবির ঘটনা নিয়ে একটি দিনলিপিটি।
লঞ্চ ডুবির ঘটনা নিয়ে একটি দিনলিপি
০৭ জুলাই, ২০২৩
রাত ১১ : ৩০ মিনিট
লঞ্চ ডুবি
ফেরিতে করে নদী পার হওয়ার অভিজ্ঞতা আমার আগে ছিল না। পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে উঠলাম দুপুরের ঠিক আগে। পদ্মা নদী পার হয়ে ওপারে যেতে অনেকে লঞ্চে গিয়েও উঠেছে। হঠাৎ পশ্চিম আকাশ কালো হয়ে যায়। বাতাস বইতে থাকে জোরালোভাবে। তখন আমরা নদীর মাঝখানে। আমাদের খুব কাছাকাছি একটি লঞ্চ ছিল। লঞ্চ থেকে মানুষের চিৎকার ভেসে আসছিল। এমন কালো মেঘ ও ঝড়ো বাতাসে আমরাও খুব ভয় পেয়েছিলাম। লঞ্চটিতে অতিরিক্ত যাত্রী থাকায় তা ঝড়ো বাতাসে প্রচণ্ডভাবে দুলছিল । মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে লঞ্চের ভেতরে ছোটাছুটি করছিল। কালবৈশাখী ঝড়ের তীব্রতায় লঞ্চটি কাত হয়ে যায়। ডুবতে শুরু করে লঞ্চটি। কেউ কেউ ঝাঁপ দিয়ে নদীতে সাঁতার কেটে আমাদের ফেরির দিকে আসার চেষ্টা করে। মানুষের আর্তনাদে চারদিক বিপন্ন হয়ে ওঠে। আমার চোখের সামনে লঞ্চটি ডুবে গেল। তাদের উদ্ধারের জন্য আমাদের ফেরি এগিয়ে যায়। অনেকে উঠে আসে, অনেকে ব্যর্থ হয় ঝড়ো বাতাস ও নদীর স্রোতের কাছে। মানুষের এমন কান্না আর হাহাকার আমি জীবনে এর আগে দেখিনি । লঞ্চডুবির এই করুণ অভিজ্ঞতা নিয়ে আমরা ওপারে পৌঁছাই। কষ্ট আরও বেড়ে যায় স্বজনদের হাহাকার দেখে। লঞ্চডুবির 1 এই দুর্ঘটনায় আমার সারাদিন অস্থিরতায় কাটে। ভয়াবহতার কথা স্মরণ করে সারারাত ঘুমুতে পারিনি।
বানিয়াজুড়ি, সাভার।
উল্লেখিত আর্টিকেলের শেষ কথাঃ লঞ্চ ডুবির ঘটনা নিয়ে দিনলিপি ।
শিক্ষামূলক ব্লগ বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url