'ফেইসবুকের সুফল ও কুফল' বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে Educationalblogbd.Com এ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । আশা করি মহান আল্লাহ তা'লার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো । আজকের আলোচনার বিষয় হলো 'ফেইসবুকের সুফল ও কুফল' বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর । তোমরা যদি এই সংলাপটি মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে আজকের এই পোস্টি মনযোগ সহকারে সবাই পড় । চলো শুরু করা যাক আজকের বিষয় 'ফেইসবুকের সুফল ও কুফল' বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর রচনা কর  । 

'ফেইসবুকের সুফল ও কুফল' বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর 


জামাল : শুভ সকাল ।

কামাল : শুভ সকাল ।

জামাল : দোস্ত কেমন আছিস? তোকে তো আজকাল দেখাই যায় না।

কামাল : ভালো দোস্ত । ঢাকায় বেড়াতে গিয়েছিলাম। তুই কেমন আছিস?

জামাল : ভালো। তবে ফেইসবুকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি

কামাল : আমারও তো একই অবস্থা।

জামাল: কী করি বল তো, এখন তো এটা অসামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে।

কামাল : নেতিবাচক দিকের জন্য তো আর ফেইসবুককেই দায়ী করা যায় না।

জামাল : দায়ী করছি না, তবে এর অপব্যবহারের কুফল নিয়ে খুবই চিন্তার মধ্যে আছি।

কামাল : আসলে সব প্রযুক্তিরই ভালো-মন্দ দুটো দিক রয়েছে, যা ব্যবহারকারীর ব্যবহারের মাধ্যমে প্রকাশ পায় ।

জামাল : ফেইসবুককে অনেকে এখন রাজনীতি চর্চার ক্ষেত্র বানিয়ে একে বিষিয়ে তুলেছে।

কামাল : অথচ সামাজিক কল্যাণে ও জনমত গঠনে সংস্কৃতি চর্চায় ফেইসবুক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 

জামাল : শিক্ষা-সংস্কৃতি চর্চায় এর গুরুত্ব আছে তবে বিনোদনের নামে যে অপসংস্কৃতি ও অশালীন কর্মকাণ্ড দেখানো হচ্ছে তাতে তরুণ প্রজন্ম বিপথগামী হচ্ছে।

কামাল : তা হচ্ছে, কিন্তু সে ব্যাপারে ফেইসবুক কর্তৃপক্ষও সজাগ রয়েছে। তারা কিছু কিছু কঠোর পদক্ষেপও নিচ্ছে।

জামাল : পদক্ষেপ যদিও নেওয়া হচ্ছে কিন্তু প্রতিরোধ পুরোপুরি সম্ভব হচ্ছে বলে আমার মনে হয় না। 

কামাল : আসলে ফেইসবুকের কল্যাণকর ভূমিকাকেই কতিপয় খারাপ মানুষ প্রশ্নবিদ্ধ করে তুলেছে।

জামাল : এসব কারণে অভিভাবকরা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে ।

কামাল : শিক্ষকরাও নিরুৎসাহিত করছে ফেইসবুক ব্যবহারের ক্ষেত্রে ।

জামাল : আসলে সময়ের সদ্ব্যবহার করে যদি প্রয়োজনীয় কাজে ফেইসবুক ব্যবহার করা যায় তবে তো সবার জন্যই মঙ্গল ।

কামাল : হ্যাঁ, ফেইসবুক ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে। তা হলেই কুফলের চেয়ে সুফল পাওয়া যাবে বেশি। চল এখন যাওয়া যাক।


আর্টিকেলের শেষকথাঃ 'ফেইসবুকের সুফল ও কুফল' বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

শিক্ষামূলক ব্লগ বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url