'ফেইসবুকের সুফল ও কুফল' বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে Educationalblogbd.Com এ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । আশা করি মহান আল্লাহ তা'লার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো । আজকের আলোচনার বিষয় হলো 'ফেইসবুকের সুফল ও কুফল' বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর । তোমরা যদি এই সংলাপটি মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে আজকের এই পোস্টি মনযোগ সহকারে সবাই পড় । চলো শুরু করা যাক আজকের বিষয় 'ফেইসবুকের সুফল ও কুফল' বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর রচনা কর ।
'ফেইসবুকের সুফল ও কুফল' বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর
জামাল : শুভ সকাল ।
কামাল : শুভ সকাল ।
জামাল : দোস্ত কেমন আছিস? তোকে তো আজকাল দেখাই যায় না।
কামাল : ভালো দোস্ত । ঢাকায় বেড়াতে গিয়েছিলাম। তুই কেমন আছিস?
জামাল : ভালো। তবে ফেইসবুকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি
কামাল : আমারও তো একই অবস্থা।
জামাল: কী করি বল তো, এখন তো এটা অসামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে।
কামাল : নেতিবাচক দিকের জন্য তো আর ফেইসবুককেই দায়ী করা যায় না।
জামাল : দায়ী করছি না, তবে এর অপব্যবহারের কুফল নিয়ে খুবই চিন্তার মধ্যে আছি।
কামাল : আসলে সব প্রযুক্তিরই ভালো-মন্দ দুটো দিক রয়েছে, যা ব্যবহারকারীর ব্যবহারের মাধ্যমে প্রকাশ পায় ।
জামাল : ফেইসবুককে অনেকে এখন রাজনীতি চর্চার ক্ষেত্র বানিয়ে একে বিষিয়ে তুলেছে।
কামাল : অথচ সামাজিক কল্যাণে ও জনমত গঠনে সংস্কৃতি চর্চায় ফেইসবুক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
জামাল : শিক্ষা-সংস্কৃতি চর্চায় এর গুরুত্ব আছে তবে বিনোদনের নামে যে অপসংস্কৃতি ও অশালীন কর্মকাণ্ড দেখানো হচ্ছে তাতে তরুণ প্রজন্ম বিপথগামী হচ্ছে।
কামাল : তা হচ্ছে, কিন্তু সে ব্যাপারে ফেইসবুক কর্তৃপক্ষও সজাগ রয়েছে। তারা কিছু কিছু কঠোর পদক্ষেপও নিচ্ছে।
জামাল : পদক্ষেপ যদিও নেওয়া হচ্ছে কিন্তু প্রতিরোধ পুরোপুরি সম্ভব হচ্ছে বলে আমার মনে হয় না।
কামাল : আসলে ফেইসবুকের কল্যাণকর ভূমিকাকেই কতিপয় খারাপ মানুষ প্রশ্নবিদ্ধ করে তুলেছে।
জামাল : এসব কারণে অভিভাবকরা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে ।
কামাল : শিক্ষকরাও নিরুৎসাহিত করছে ফেইসবুক ব্যবহারের ক্ষেত্রে ।
জামাল : আসলে সময়ের সদ্ব্যবহার করে যদি প্রয়োজনীয় কাজে ফেইসবুক ব্যবহার করা যায় তবে তো সবার জন্যই মঙ্গল ।
কামাল : হ্যাঁ, ফেইসবুক ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে। তা হলেই কুফলের চেয়ে সুফল পাওয়া যাবে বেশি। চল এখন যাওয়া যাক।
আর্টিকেলের শেষকথাঃ 'ফেইসবুকের সুফল ও কুফল' বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর
শিক্ষামূলক ব্লগ বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url