বাংলাদেশ ক্রিকেট দলের সম্প্রতি অর্জিত কোনো সাফল্য সম্পর্কে দুই বন্ধুর সংলাপ রচনা কর
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে Educationalblogbd.Com এ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । আশা করি মহান আল্লাহ তা'লার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো । আজকের আলোচনার বিষয় হলো বাংলাদেশ ক্রিকেট দলের সম্প্রতি অর্জিত কোনো সাফল্য সম্পর্কে দুই বন্ধুর সংলাপ রচনা কর । তোমরা যদি এই সংলাপটি মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে আজকের এই পোস্টি মনযোগ সহকারে সবাই পড় । চলো শুরু করা যাক আজকের বিষয় বাংলাদেশ ক্রিকেট দলের সম্প্রতি অর্জিত কোনো সাফল্য সম্পর্কে দুই বন্ধুর সংলাপ রচনা কর ।
বাংলাদেশ ক্রিকেট দলের সম্প্রতি অর্জিত কোনো সাফল্য সম্পর্কে দুই বন্ধুর সংলাপ রচনা কর
আহসান : শুভ অপরাহ্ণ?
জিকরুল : শুভ অপরাহ্ ।
আহসান : কী বন্ধু! কেমন আছ?
জিকরুল : হ্যাঁ, ভালো। কাল বাংলাদেশের খেলা দেখেছ?
আহসান : হ্যাঁ, দেখেছি কাল ইংল্যান্ডকে টেস্টে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যগাথা রচিত হয়েছে।
জিকরুল : তা তো বটেই। ইংল্যান্ড তো স্বপ্নেও ভাবেনি বাংলাদেশের কাছে তাদের এমন পরাজয় বরণ করতে হবে।
আহসান : আমি তো বাংলাদেশের জয়ের আশা প্রথমে ছেড়েই দিয়েছিলাম। ২৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ইংল্যান্ড ১০০ রান সংগ্রহ করে ।
জিকরুল : হুঁম । ইংল্যান্ড দলের দুই ওপেনার অ্যালিস্টার কুক ও বেন ডাকেট বেল সাবলীলভাবেই ব্যাটিং করছিল।
আহসান : দেখলে না, চা-বিরতির পর মিরাজ ও সাকিবের দারুণ বোলিংয়ে কেমন ব্যাটিং বিপর্যয়ের শিকার হলো ইংল্যান্ড ।
জিকরুল : শেষের ৬১ রান সংগ্রহ করতেই সফরকারীরা সবকটি উইকেট হারালো।
আহসান : 'ম্যান অব দ্য ম্যাচ' কে হয়েছে জানো?
জিকরুল : দুই ইনিংসে ১২ উইকেট নিয়ে 'ম্যান অব দ্য ম্যাচে'র পুরস্কার পেয়েছেন মিরাজ।
আহসান : অনেক দিন পর জয়ের আনন্দে বাংলাদেশ দলের ব্যর্থতা মুছে গেছে। দলের জন্য এটা একটা বড় সাফল্য ।
জিকরুল : আমারও তাই মনে হয় । কারণ এবারই বাংলাদেশ দল টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে জয় পেল ।
আহসান : ইংল্যান্ড দলের বিপক্ষে তিন দিনেই অর্জিত বাংলাদেশের জয় ক্রিকেটবিশ্বে দারুণ আলোড়ন সৃষ্টি করেছে ।
জিকরুল : আগামীতে বাংলাদেশ ক্রিকেট দল আরও ভালো করুক— এটাই আমাদের প্রত্যাশা।
আহসান : ঠিক তাই। ভালো থেকো, আবার দেখা হবে।
শিক্ষামূলক ব্লগ বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url