দিনলিপি: কলেজ জীবনের প্রথম অনুভূতি নিয়ে একটি দিনলিপি লেখ

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আল্লাহ তা'লার অশেষ মেহেরবানী তে আপনারা সবাই ভাল আছেন।  আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো 'কলেজ জীবনের প্রথম অনুভূতি নিয়ে একটি দিনলিপি লেখ' নিয়ে। 
চলুন শুরু করা যাক,,

কলেজের প্রথম দিন বিষয়টি অবলম্বন করে একটি দিনলিপি রচনা কর। 

০২ মার্চ, ২০২১
রাত ১২: ৩০ মিনিট

কলেজ জীবনের প্রথম দিন

স্কুলজীবনে স্বপ্ন ছিল কবে কলেজে ভর্তি হব, কবে কলেজে ক্লাস করব। সেই সুযোগ এলো আজকে । কিন্তু তখনকার মতো কৌতূহল অনুভব করছি না। বরং এক ধরনের আনন্দে শিহরিত হচ্ছি। এ অনুভূতির রং-রূপ-আকার কেমন তা বোঝাতে পারব না। তবে তার অস্তিত্ব বেশ জোরালো । কলেজ ড্রেস পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে তৈরি আমি। মা খাইয়ে দিলেন লুচি-মাংস। বাবা বাইকে করে নামিয়ে দিলেন কলেজ গেটে । ভেতরে ঢুকতে কেমন সংকোচ হচ্ছে। এক বন্ধু এসে টেনে নিয়ে গেল ক্লাসে। নাম পরিচয় বলে আমিও সবার সাথে পরিচিত হলাম। প্রথম ক্লাসে এলেন ইংরেজি স্যার। আমাদের রোল নোট করে তিনি সবার সাথে পরিচিত হলেন । তারপর প্রয়োজনীয় দিকনির্দেশনা দিলেন। আমরা অডিটোরিয়ামে গিয়ে বসলাম। প্রিন্সিপাল স্যার নিজের পরিচয় দিয়ে টিচারদের সাথে পরিচয় করিয়ে দিলেন। দুজন অধ্যাপক কলেজের পরিচিতিমূলক বক্তব্য রাখলেন। সব শেষে প্রিন্সিপাল স্যার উপদেশ ও নির্দেশনামূলক বক্তব্য রেখে দশ মিনিট অপেক্ষা করতে অনুরোধ করলেন । আমাদের হাতে তুলে দেওয়া হলো ক্লাসরুটিন, বুকলিস্ট ও কলেজ ম্যাগাজিন । হৃষ্টমনে চলে এলাম বাসায় ।
সিলেট ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
1 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • XYZ
    XYZ May 19, 2023 at 6:43 PM

    অনেক সুন্দর হয়েছে

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

শিক্ষামূলক ব্লগ বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url