০১৬ কি সিম । ০১৬ কোন সিম । ০১৬ কি নাম্বার । ০১৬ কোন সিমের কোড । 016 এটা কি নাম্বার । 016 এটা কি সিম । 016 Which Operator Code in Bangladesh
016 কি সিম বা কোন সিমের নাম্বার । 016 Which Operator in Bangladesh - আসসালামুআলাইকুম এব্রিওয়ান, আশা করি আপনারা সবাই ভাল আছে । আজ আমি আপনাদের সাথে কথা বলব বাংলাদেশের অন্যতম একটি সিম কোম্পানি এয়ারটেল কে নিয়ে । আপনারা ইতিমধ্যেই গুগলে সার্চ করে ফাটিয়ে দিচ্ছেন 016 কি সিম বা কোন সিম বা কোন সিমের কোড । এই আর্টিকেলে আমি সবগুলো আপনাদের সার্চ করা কিওয়ার্ড গুলোকে নিয়ে বিস্তারিত আলোচনা করব ।
০১৬ কি সিম বা ০১৬ কোন সিমের কোড
016 কি সিম, তার উত্তর হলো এয়ারটেল । এয়ারটেল সিম বাংলাদেশের সিম কোম্পানিগুলোর মধ্যে অন্যতম । এয়ারটেল সিমের শুরুটা হয় 016 দিয়ে । আমি আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর টি পেয়েছেন ।
এয়ারটেল সিমের ব্যালেন্স চেক করার কোড
এয়ারটেল সিমের ব্যালেন্স চেক করতে হলে প্রথমে আপনাকে আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *778# এই কোডটি লিখে কল করতে হবে । ১-৩ সেকেন্ডের মধ্যে আপনার এয়ারটেল সিমের অবশিষ্ট ব্যালেন্স দেখতে পারবেন ।
আরো পড়ুন:- ০১৪ কোন সিম । 014 কোন সিমের নাম্বার । 014 কোন সিমের কোড । 014 কি নাম্বার । 014 Which Operator Code in Bangladesh
এয়ারটেল সিমের মিনিট কেনার কোড
আপনি যদি এয়ারটেল সিম থেকে মিনিট কিনতে চান তাহলে আপনি সরাসরি আপনার ফোন থেকে *121# ডায়াল করে আপনি আপনার পছন্দ মত মিনিট কিনতে পারবেন । আর যারা স্মার্ট ফোন ব্যবহার করেন তারা চাইলে এয়ারটেল এর অফিসিয়াল অ্যাপ থেকে নিজের পছন্দের মিনিট অফার গুলো কিনতে পারবেন । আর যারা ম্যানুয়ালী সরাসরি কোড দিয়ে মিনিট কিনতে চান তাদের জন্য নিচে কিছু মিনিট প্যাক কেনার কোড দিয়ে দিচ্ছি । আপনি আপনার ফোন থেকে ডায়াল করে কল করলেই মিনিট চালু হয়ে যাবে । তবে অবশ্যই ডায়ালের পূর্বে আপনার ব্যালেন্সে টাকা থাকতে হবে । আমি নিচে কয়েকটি অফারের লিস্ট দিয়ে দিচ্ছি । আমি পূর্বে আমার এই সাইটে এয়ারটেলের মিনিট কেনার অফারের অনেক বড় একটি পোস্ট দিয়েছি নিচে লিঙ্ক দেয়া থাকবে আপনি অবশ্যই পড়ে নিবেন ।
- 10 Min 2 Days 6 Tk * 121 * 06 #
- 12 Min 12 Hours 8 Tk * 121 * 08 #
- 22 Min 16 Hours 14 Tk * 121 * 014 #
- 28 Min 24 Hours 18 Tk * 121 * 18 #
- 35 Min 2 Days 23 Tk * 121 * 23 #
- 45 Min 3 Days 28 Tk * 121 * 28 #
- 70 Min7 Days 46 Tk * 121 * 46 #
- 85 Min 7 Days 53 Tk * 121 * 53 #
- 115 Min 7 Days 74 Tk * 121 * 074 #
- 150 Min 400MB 7 Days 93 Tk * 121 * 93 #
- 160 Min 7 Days 97 Tk * 121 * 97 #
- 190 Min 10 Days 118 Tk * 121 * 0118 #
- 325 Min 30 Days 199 Tk * 121 * 0199 #
- 450 Min 1GB 30 Days 278 Tk * 121 * 278 #
- 800 Min 30 Days 488 Tk Recharge
আরো পড়ুন:- রকেট দিয়ে সেন্ড মানি করার নিয়ম ২০২২
এয়ারটেল মিনিট চেক করার কোড
আপনি যদি এয়ারটেলের এই মিনিট গুলো কিনে থাকেন তাহলে চেক করবেন কিভাবে সেটি এখন বলে দিচ্ছি, আপনি আপনার ফোনে ডায়াল অপশনে গিয়ে ডায়াল করুন *৭৭৮*০# । ডায়াল করার পর আপনি কল করুন কিছুক্ষণের মধ্যেই আপনার সামনে মিনিটের ব্যালেন্স আসবে ।
শেষ কথাঃ
আশা করি উপরের আলোচনা গুলো আপনি বোঝতে পেরেছেন । এই আর্টিকেল নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন । আর এরকম আর্টিকেল প্রতিনিয়ত এই সাইটে পাবলিশ করা হচ্ছে । আপনি চাইলে আমাদের কানেক্টেড থাকতে পারেন । এতক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ ধরনের পোস্ট করার জন্য।
জি আপনাকেও অসংখ্য ধন্যবাদ ।