রকেট একাউন্ট চেক । রকেট একাউন্ট এর ব্যালেন্স দেখার নিয়ম

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক এবং পাঠিকা । আপনাদের সবাইকে Educationalblogbd.com এর পক্ষ থেকে জানাই সুস্বাগতম । আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে রকেট একাউন্ট চেক করতে হয় তা নিয়ে । 

রকেট একাউন্ট চেক । রকেট একাউন্ট এর ব্যালেন্স দেখার নিয়ম


ইতিমধ্যে , আপনারা অনেকেই অলরেডি গুগলে সার্চ করতেছেন, কিভাবে রকেট একাউন্ট চেক করা যায়, রকেট একাউন্ট দেখার নিয়ম, রকেট একাউন্ট কোড ইত্যাদি লিখে । আজকের এই আর্টিকেলে মূলত আমি এইসব বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ । 

রকেট কোড দিয়ে একাউন্ট চেক 

রকেট একাউন্ট চেক । রকেট একাউন্ট এর ব্যালেন্স দেখার নিয়ম


পদ্ধতি ১:- প্রথমে আপনি আপনার মোবাইল থেকে ডায়াল অপশনে চলে যান । তারপর ওপরে ছবিতে দেখানো ডায়াল কোডে *৩২২# কোডটি ডায়াল করুন । 

রকেট একাউন্ট চেক । রকেট একাউন্ট এর ব্যালেন্স দেখার নিয়ম


পদ্ধতি ২:- কোডটি ডায়াল করার পর ওপরে ছবিতে দেখানো যে পেইজটি দেখতে পাচ্ছেন ঠিক সেরকম পেইজ আপনার ফোনেও চলে আসবে । তারপর সেখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ৫ নাম্বার অপশনে My Acc লেখা আছে । সেখান থেকে Select Your Option লেখা আছে । সেখান থেকে ৫ লিখে Send বাটনে ক্লিক করুন । 

রকেট একাউন্ট চেক । রকেট একাউন্ট এর ব্যালেন্স দেখার নিয়ম


পদ্ধতি ৩:- Send বাটনে ক্লিক করার পর আপনার সামনে ঠিক ওপরে দেখানো ছবির মতো চলে অনেকগুলো অপশন চলে আসবে । সেখান থেকে দেখুন ১ নাম্বার অপশনে Balance নামে একটি অপশন রয়েছে । তারপর Select Your Option এর নিচে ১ লিখে Send বাটনে ক্লিক করুন ।  

রকেট একাউন্ট চেক । রকেট একাউন্ট এর ব্যালেন্স দেখার নিয়ম


পদ্ধতি ৪:- Send বাটনে ক্লিক করার পর আপনার কাছে ৪ ডিজিটের গোপন পিন নাম্বারটি চাইবে । আপনি পিন নাম্বারটি লিখে পুনরায় Send বাটনে ক্লিক করুন । 

রকেট একাউন্ট চেক । রকেট একাউন্ট এর ব্যালেন্স দেখার নিয়ম


পদ্ধতি ৫:- Send বাটনে ক্লিক করার পর আপনার সামনে ওপরের দেখানো ছবির মতো পেইজটি চলে আসবে । সেখানে আপনার কাঙ্খিত রকেট একাউন্ট ব্যালেন্স দেখতে পারবেন । 

আরো পড়ুন:- রকেট দিয়ে সেন্ড মানি করার নিয়ম 

উপরে দেখানো ৫ টি পদ্ধতি ছিল রকেট কোড এর মাধ্যমে রকেট একাউন্ট দেখার নিয়ম । 

অ্যাপ দিয়ে রকেট একাউন্ট চেক করার নিয়ম 

রকেট একাউন্ট চেক । রকেট একাউন্ট এর ব্যালেন্স দেখার নিয়ম


পদ্ধতি ১:- প্রথমে আপনার রকেট অ্যাপটি ওপেন করুন । তারপর ওপরে ছবিতে দেখানো পেইজের মতো করে আপনার অ্যাপটি ওপেন হবে । তারপর যে নাম্বারে আপনার রকেট একাউন্ট করা সেই নাম্বারটি দিন । তারপর গোপন চার ডিজিটের পিন নাম্বারটি দিন । তারপর Log In বাটনে ক্লিক করুন । 

রকেট একাউন্ট চেক । রকেট একাউন্ট এর ব্যালেন্স দেখার নিয়ম


পদ্ধতি ২:- Log In বাটনে ক্লিক করার পর আপনার সামনে ওপরে দেখানো পেইজটি ওপেন হবে । তারপর একদম ওপরে ডান পাশে Tap for Balance এ ক্লিক করুন । 

রকেট একাউন্ট চেক । রকেট একাউন্ট এর ব্যালেন্স দেখার নিয়ম


পদ্ধতি ৩:- Tap for Balance এ ক্লিক করার পর আপনার কাঙ্খিত রকেট একাউন্ট ব্যালেন্স দেখতে পারবেন ।   

শেষ কথাঃ 

প্রিয় পাঠক এবং পাঠিকা, এই ছিল রকেট একাউন্ট এর ব্যালেন্স দেখার দুটি নিয়ম । আপনারা চাইলে যেকোনো একটি নিয়ম কিংবা দুটি নিয়ম-ই অনুসরণ করে রকেট একাউন্ট চেক করতে পারবেন । 

এই আর্টিকেলটি পড়ে যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না । আপনার জন্য শুভ কামনা রইলো । ভাল থাকবেন । আল্লাহ্ হাফেজ । 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

শিক্ষামূলক ব্লগ বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url