আইডি কার্ড হারিয়ে গেলে জিডি করার নিয়ম । জাতীয় পরিচয়পত্র হারানোর সাধারণ ডায়েরি বা জি ডি লেখার নিয়ম ২০২২
আইডি কার্ড হারিয়ে গেলে জিডি করার নিয়ম । জাতীয় পরিচয়পত্র হারানোর সাধারণ ডায়েরি বা জ়িডি লেখার নিয়ম ২০২২ সর্বশেষ আপডেট ।
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকা, Educationalblogbd.com এ আপনাদেরকে সুস্বাগতম । আজকের বিষয় হচ্ছে আপনি আপনার জাতীয় পরিচয় পত্র হারিয়ে ফেলেছেন? আপনার জাতীয় পরিচয় পত্র আবার ফিরে পেতে হলে আপনাকে অবশ্যই অনলাইনে রিইস্যুর আবেদন করতে হবে । আর অনলাইনে রিইস্যুর আবেদন করার পূর্বে আপনার প্রথমেই যেটির প্রয়োজন পরবে সেটি হচ্ছে আপনার নিকটস্থ থানার একটি সাধারণ ডায়েরি বা জ়িডি কপি । আর এই সাধারণ ডায়েরি বা জি.ডি কি ভাবে লিখতে হয় তার একটি নমুনা কপি আমি আপনাদের সাথে শেয়ার করব । তাহলে দেখে নিন কি ভাবে মাত্র ১০-১৫ দিনের মধ্যে আপনার জাতীয় পরিচয় পত্র পাবার একটি জি.ডি এর নমুনা কপি ।
আইডি কার্ড হারিয়ে গেলে জিডি করার নিয়ম
বরাবর,
অফিসার ইনচার্জ
কোম্পানীগঞ্জ, সিলেট ।
বিষয়ঃ জি.ডি এন্ট্রিভূক্ত করার আবেদন ।
জনাব,
নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী ছালেহা বেগম, স্বামী- নজরুল ইসলাম, মাতা- সালেমা বেগম, সাং- কেচু টিল্লা, শেরপুর, ডাকঘরঃ ছাতক, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেট থানায় আসিয়া হইয়া এই মর্মে জি.ডি এন্ট্রিভূক্ত করার আবেদন করিতেছি যে, আমি গত ১০/১১/২০২১ ইং তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় বাড়ি হইতে কোম্পানিগঞ্জ আসার পথে আমার সাথে থাকা আমার ভোটার আইডি কার্ডটি রাস্তার কোথায় পড়িয়া হারিয়ে যায় । যাহার এন.আইডি নং-৯১১........... । আমি অনেক খোজাখুজি করিয়াও তাহার কোন সন্ধান পাইনি ।
অতএব, উক্ত বিষয়ে আপনার থানায় জি.ডি এন্ট্রিভূক্ত করিতে মর্জি হয় ।
বিনীত
(ছালেহা বেগম মোবাইলঃ০১৬*******
শিক্ষামূলক ব্লগ বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url